একটি স্মৃতিস্তম্ভের উপর একটি পতাকাদণ্ড আছে। সূর্যের উন্নতি কোণ 30° হলে পতাকাদগুটির ছায়ার দৈর্ঘ্য হয় 3√3 মিটার। পতকা দণ্ডটির দৈর্ঘ্য কত? যদি স্তম্ভটির উচ্চতা 15 মিটার হয়, তবে পতাকাদণ্ড সহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে?
Loading content...
ধরি, AB একটি স্মৃতিস্তম্ভের উপর AC একটি পতাকাদণ্ড আছে। সূর্যের উন্নতি কোণ 30° হলে পতাকাদগুটির ছায়ার দৈর্ঘ্য DE=3√3 মিটার। ধরি পতকা দণ্ডটির দৈর্ঘ্য AC\(=x\) মিটার এবং স্মৃতিস্তম্ভের উচ্চতা AB \(=y\) মিটার । এবং \(\angle\)ADB=\(\angle\)CEB=30°
এখন \(\triangle\)ABD থেকে পাই,
\(\cfrac{AB}{BD}=tan 30^o\)
বা, \(\cfrac{y}{BD}=\cfrac{1}{\sqrt3}\)
বা, \(BD=y\sqrt{3}\)
এবং \(\triangle\)CBE থেকে পাই,
\(\cfrac{CB}{BE}=tan 30^o\)
বা, \(\cfrac{AC+AB}{BE}=tan 30^o\)
বা, \(\cfrac{x+y}{BE}=\cfrac{1}{\sqrt3}\)
বা, \(BE=\sqrt{3}{x+y}\)
এখন প্রশ্নানুসারে, \(DE=3\sqrt3\)
বা, \(BE-BD=3\sqrt3\)
বা, \(\sqrt{3}{x+y}-y\sqrt{3}=3\sqrt3\)
বা, \(x\sqrt{3}+y\sqrt{3}-y\sqrt{3}=3\sqrt3\)
বা, \(x\sqrt{3}=3\sqrt3\)
বা, \(x=3\)
\(\therefore\) পতাকা দন্ডটির দৈর্ঘ্য \(3\) মিটার ।
এখন স্তম্ভটির উচ্চতা \(15\) মিটার হলে, পতাকাসহ স্তম্ভটির দৈর্ঘ্য হবে \((15+3)\) মিটার \(=18\) মিটার ।
সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য হবে \(BE=\sqrt3(x+y)\)
\(=\sqrt3\times (15+3)\) মিটার
\(=18\sqrt3\) মিটার ।
🚫 Don't Click. Ad Inside 😈