দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ 9,000 টাকা হলে, দ্বিতীয় ব্যক্তির মূলধন কত?
Loading content...

ধরি দ্বিতীয় ব্যক্তির মূলধন \(=x\) টাকা
দ্বিতীয় ব্যক্তির লাভ =(15000-9000) টাকা =6000 টাকা

প্রশ্নানুসারে, \(6000:x=9000:6000\)
বা, \(\cfrac{6000}{x}=\cfrac{9000}{6000}\)
বা, \(9000x=6000×6000\)
বা, \(x=\cfrac{6000×6000}{9000}=4000\)

∴দ্বিতীয় ব্যক্তির মূলধন 4000 টাকা ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions