কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদেমূলে আসলের \(3\cfrac{3}{8}\) গুণ হলে, বার্ষিক সুদের হার কত?
Loading content...

ধরি, আসলের পরিমান \(x\) টাকা
\(\therefore\) সমূল চক্রবৃদ্ধি \(\cfrac{27x}{8}\) টাকা
ধরি সুদের হার \(r\%\)

\(\therefore \) প্রশ্নানুসারে, \(x(1+\cfrac{r}{100})^3=\cfrac{27x}{8}\)
বা, \((1+\cfrac{r}{100})^3=\cfrac{27}{8}=\left(\cfrac{3}{2}\right)^3\)
বা, \(1+\cfrac{r}{100}=\cfrac{3}{2}\)
বা, \(\cfrac{r}{100}=\cfrac{3}{2}-1\)
বা, \(r=\cfrac{1}{2}\times 100 =50\)

\(\therefore\) সুদের হার \(50\%\)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions