একটি উড়ো জাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60° ও 30° হলে, উড়ো জাহাজটির উচ্চতা নির্ণয় করো, (i) যখন ফলক দুটি উড়ো জাহাজের বিপরীত পাশে অবস্থিত, (ii) যখন ফলক দুটি উড়ো জাহাজের একই পাশে অবস্থিত।
Loading content...
\((i)\) ধরি,উড়োজাহাজটির অবস্থান যখন \(A\) বিন্দুতে ছিল
তখন পরপর দুটি কিলোমিটার ফলক \(P\) এবং \(Q\) এর
অবনতি কোন যথাক্রমে \(60°\) এবং \(30°\) ছিল। এবং
উড়োজাহাজটি \(AB\) মিটার উচ্চতায় উড়ছিল।
ধরি, \(MN||PQ\) এবং \( A,MN \) এর অপর অবস্থিত
\(∴ ∠MAP=60°\) এবং \(∠NAQ=30°\)
\(∠APB=\) একান্তর \(∠MAP=60° \)
এবং \(∠AQB=\) একান্তর \(∠NAQ=30°
[∵MN||PQ]\)
সমকোণী ত্রিভূজ \(APB\) থেকে পাই
\(tan60°=\)লম্ব /ভূমি \(=\cfrac{AB}{PB} \)
বা, \(tan60°=\cfrac{AB}{PB} \)
বা, \(√3=\cfrac{AB}{PB} \)
বা, \(PB=\cfrac{AB}{√3}----(i) \)
সমকোণী ত্রিভূজ \(ABQ\) থেকে পাই
\(tan30°=\)লম্ব /ভূমি \(=\cfrac{AB}{BQ} \)
বা, \(tan30°=\cfrac{AB}{BQ} \)
বা, \(\cfrac{1}{√3}=\cfrac{AB}{BQ} \)
বা, \(BQ=AB√3----(ii)\)
\(∴PQ=1\) কিলোমিটার \(=1000 \)মিটার
\(PQ=PB+BQ \)
বা, \(1000=\cfrac{AB}{√3}+AB√3\) [\((i)\) এবং \((ii) \) থেকে]
বা, \(AB(\cfrac{1}{√3}+√3)=1000 \)
বা, \(\cfrac{AB(1+3)}{√3}=1000 \)
বা, \(AB=\cfrac{1000×√3}{4}=250√3\)
∴প্রথম ক্ষেত্রে যখন ফলক দুটি বিপরীত পাশে অবস্থিত,
তখন উড়োজাহাজটির উচ্চতা \(250√3\) মিটার।
\((ii)\) ধরি,উড়োজাহাজটির অবস্থান যখন \(A\) বিন্দুতে ছিল
তখন পরপর দুটি কিলোমিটার ফলক \(P\) এবং \(Q\) এর
অবনতি কোন যথাক্রমে \(60°\) এবং \(30°\) ছিল। এবং
উড়োজাহাজটি \(AB\) মিটার উচ্চতায় উড়ছিল।
ধরি, \(AM||BQ\)
\(∴ ∠MAP=60°\) এবং \(∠MAQ=30°\)
\(∠APB=\) একান্তর \(∠MAP=60° \)
এবং \(∠AQB=\) একান্তর \( ∠MAQ=30°
[∵AM||BQ] \)
সমকোণী ত্রিভূজ \(APB\) থেকে পাই
\(tan60°=\) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{PB}\)
বা, \(tan60°=\cfrac{AB}{PB } \)
বা, \(√3=\cfrac{AB}{PB} \)
বা, \(PB=\cfrac{AB}{√3}----(i) \)
সমকোণী ত্রিভূজ \(ABQ\) থেকে পাই
\(tan30°= \) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{BQ} \)
বা, \(tan30°=\cfrac{AB}{BQ} \)
বা, \(\cfrac{1}{√3}=\cfrac{AB}{BQ} \)
বা, \(BQ=AB√3----(ii)\)
\(∴PQ=1 \) কিলোমিটার \(=1000\) মিটার
\(PQ=BQ-PB \)
বা, \(1000=AB√3-\cfrac{AB}{√3} \) [ \((i)\) এবং \((ii)\) থেকে]
বা, \(AB(√3-\cfrac{1}{√3})=1000 \)
বা, \(AB\cfrac{(3-1)}{√3}=1000\)
বা, \(AB=\cfrac{1000×√3}{2}=500√3\)
∴দ্বিতীয় ক্ষেত্রে যখন ফলক দুটি একই পাশে অবস্থিত,
তখন উড়োজাহাজটির উচ্চতা \(500√3\) মিটার।
🚫 Don't Click. Ad Inside 😈