সমান আয়তনবিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে।
Loading content...
বিবৃতিটি সত্য ।
ধরি, লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ \(r\) এবং উচ্চতা যথাক্রমে \(h_1\) এবং \(h_2\)
অর্ধগোলকের ব্যাসার্ধ \(r=h_2\)
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\cfrac{1}{3}\pi r^2 h_1=\cfrac{2}{3}\pi r^3\)
বা, \(h_1=2r\)
বা, \(h_1=2h_2 [\because r=h_2]\)
বা, \(\cfrac{h_1}{h_2}=2\)
\(\therefore h_1:h_2=2:1\)
\(\therefore\) লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকটির উচ্চতার অনুপাত \(2:1\)
🚫 Don't Click. Ad Inside 😈